ফেনীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলায় আহত ২০

রাজনীতি লীড সারাদেশ

স্বদেশ বাণী ডেস্ক: ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে । জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শনিবার (২ জুলাই) ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি ছিল।

কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেনের আশার কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতিসভা ফুলগাজীর মুন্সিরহাটে আয়োজনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন,  ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুত্তরসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। 

চিকিৎসা নিতে নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন নেতাকর্মীদের ওপর পুনরায় হামলা চালিয়ে নেতাকর্মীদের স্বজনসহ আরও প্রায় ১৫ জনকে মারাত্মকভাবে আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তার পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *