স্বদেশবাণী ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে সাত মাসের শিশুর শরীরে এসিড দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার শিশুটির বাবা ইমরান থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত এক প্রতিবেশি নারীকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বড়হর এলাকার নিজ বাড়ির উঠনো বসেছিল মা ও দাদী। কিছুক্ষণ পরে প্রতিবেশি সামসুন্নাহার সেখানে আসে। এরপরে মা ও দাদী ওই প্রতিবেশির কাছে শিশুটিকে রেখে বাড়ির গৃহস্থলীর কাছে যান। এই ফাঁকে ওই প্রতিবেশি শিশুটির কানে ও যৌনাঙ্গে এসিড ঢেলে পালিয়ে যায়।
এসময় শিশুটি চিৎকারে মা-দাদীসহ পরিবারের অন্য সদস্যরা এসে স্থানীয় একটি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার বারডেম হাসপাতালে পাঠায়।
Spread the love