এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর সদর ইউনিয়নের মুলগ্রাম যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার রাতে মূলগ্রাম উত্তর পশ্চিমপাড়া মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মূলগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মফিজুর রহমান মফিজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হাফেজ মাওঃ গোলাম মোস্তফা হাবিবী। তৃতীয় বক্তার বক্তব্য রাখেন মাওঃ শাহ ওলিউল্লাহ সিদ্দিকী।
Spread the love