বেনাপোলে ব্লিচিং পাউডারের ট্রাকে কফি-পাউডার আটক

সারাদেশ

স্বদেশ বাণী ডেস্ক: বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ব্লিচিং পাউডার ঘোষণায় আমদানিকৃত পণ্যের সাথে কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার অভিযোগে ভারতীয় একটি ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস কতৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল স্থল বন্দরের ৩২ নং শেডের সামনে থেকে ভারতীয় এ ট্রাকটি আটক করা হয়।

আকটকৃত পণ্যের আমদানি কারক এমএস রিড এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট রিয়াংঙ্কা ইন্টারন্যাশনাল।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের সামনে থেকে WB25 B7133 নং ভারতীয় একটি ট্রাক আটক করা হয়। পরে ওই ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজে আনা হয় এবং ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডারের সাথে মিথ্যা ঘোষণার কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়। তবে এগুলো কি পণ্য পরীক্ষা ছাড়া বলা সম্ভব না বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *