একটু সাহায্যেই বেঁচে যেতে পারেন কৃষক রবিউল

সারাদেশ

স্বদেশ বাণী ডেস্ক: রবিউল ইসলাম (৪০)। যশোরের ঝিকরগাছা পৌর এলাকার পুরন্দরপুর নীচেরপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন একজন কৃষক। পরিবারের একমাত্র আয়ের উৎস রবিউল ইসলাম আজ শয্যাশায়ী। ভুগছেন লিভার ক্যান্সারে। নিজেই আজ অন্যের সাহায্য প্রার্থী।

খেটে খাওয়া পরিশ্রমী এই মানুষটার সংসারে রয়েছে ১২ বছরের এক মেয়ে এবং ১০ বছরের এক ছেলে। পরিবার এবং নিজের চিকিৎসার খরচ নিয়ে আজ তার মানবেতর জীবনযাপন।

নিজের ওষুধ বাবদ খরচের টাকা জোগাড় তো দূরের কথা, সংসারে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেবার মতোও কোনও সামর্থ তার নেই। তাই সকলের মুখাপেক্ষী হয়ে পথ চেয়ে বসে আছেন সাহায্যের আশায়।

কথা হয় রবিউলের স্ত্রী মঞ্জুয়ারার সঙ্গে। তিনি বলেন- তার স্বামী আজ এক বছর যাবত লিভার ক্যান্সারে আক্রান্ত। ৩-৪ মাস হলো হাঁটা চলাও করতে পারেন না। সংসারের একমাত্র উপার্জনকারী আজ অসুস্থ হয়ে শয্যাশায়ী। ছেলেমেয়ে নিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে স্বামীর চিকিৎসা করাবো কিভাবে? আর এই দুঃসময়ে কেউ তাদের পাশেও এসে দাঁড়ায়নি।

তাই এই দুঃসময়ে তিনি সমাজের দানশীল ব্যক্তিদের কাছে নিজের স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতার আহ্বান জানান।

যদি কোনও সহৃদয়বান ব্যক্তি রবিউলকে সাহায্য করতে চান, তাহলে তার স্ত্রীর বিকাশ নম্বর- ০১৯২০৩৪৭৮৪৯।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *