দফায় দফায় সংঘর্ষ, ইভিএম ভাংচুর যেসব ওয়ার্ডে

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: দিনভর সংঘাত-সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া, গোলাগুলি, ইভিএম ভাংচুরসহ নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন। শুরু থেকেই বিশেষ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কারণে ওয়ার্ডে ওয়ার্ডে হানাহানির যে আশঙ্কা করা হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেছে ভোটের মাঠে।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল ও বিদ্রোহী প্রার্থী এএফ কবির আহমদ চৌধুরী মানিকের অনুসারীদের মধ্যে কেন্দ্র দখল-বেদখল নিয়ে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত অন্তত কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ-বিজিবি ও র্যা ব এখানে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এই ওয়ার্ডে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে রেড ক্রিসেন্টের একটি দল।

দুপুর ১২টার দিকে সংঘর্ষ থামানোর পর ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারীরা বারবার সংঘর্ষে জড়াচ্ছে। এ কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর হস্তে দমন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *