কেশবপুরে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

সারাদেশ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ

কেশবপুরে প্রথমে টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস তাপস দাস। পরে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এ্যানেসথিয়া) ডাক্তার অঞ্জলী রায়, ডাক্তার এ এফ এস আমান উল্লাহ, স্যাকমো ফিরোজ কবিরসহ ২৪ জন টিকা গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, কেশবপুরের জন্য প্রথম ধাপে সাড়ে চার হাজার ডোজ টিকা পৌঁছেছে। এছাড়া এ পর্যন্ত টিকা গ্রহণ করতে ২৬৭ জন নিবন্ধনভুক্ত হয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *