করমজলে কচ্ছপ পেড়েছে ২৭টি ডিম

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: সুন্দরবনে একটি কচ্ছপ ২৭টি ডিম পেড়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এই ডিম দেয় কচ্ছপটি। প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন। কচ্ছপের ডিমগুলো ইনকিউবিশনে (নিবিড় পরিবীক্ষন) রাখা হয়েছে। ৬৭ দিনের মধ্যে এ ডিম থেকে বাচ্চা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

২০১৪ সাল থেকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুরবাসকা কচ্ছপের প্রজননের কাজ শুরু হলে ২০১৭ সালে ২টি কচ্ছপে যথাক্রমে-৬৩টি, তা থেকে বাচ্চা হয় ৫৭টি, ২০১৮ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৪৬টি, তা থেকে বাচ্চা হয় ২১টি, ২০১৯ সালে ১টি কচ্ছপে ডিম পাড়ে ৩২টি, তা থেকে বাচ্চা হয় ৩২টি, ২০২০ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ৬৮টি, তা থেকে বাচ্চা হয় ৫২টি।

এদিকে ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত করা হবে জানা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *