চাঁদপুরে হঠাৎ ঝটিকা অভিযান, ৪৭ কিশোর আটক

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: চাঁদপুর শহরের বিভিন্নস্থান থেকে ৪৭ জন কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এসব কিশোরকে আটক করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের নেতৃত্বে মডেল থানা-পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে এ অভিযান পরিচালনা করে।

এই ঝটিকা অভিযান প্রসঙ্গে ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর প্রেসক্লাব ঘাট থেকে অভিযান শুরু হয়ে ৫ নম্বর কয়লা ঘাট, স্ট্যান্ড রোড, বেদে পল্লি, ছায়াবানী রোড, নতুন আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, মিশন রোড বালুর মাঠ ও ট্রাক রোডে এই অভিযান পরিচালিত হয়।

তিনি যোগ করেন, সন্ধ্যার পর শিক্ষার্থীরা লেখাপড়া করবে। এ সময় সন্ধ্যার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থীকে ঘুরতে দেখলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরবাসীকে কিশোর গ্যাংমুক্ত একটি শহর উপহার দিতে চাই আমরা।

এ উদ্দেশ্য সফল করতে অবিভাবকদের এগিয়ে আসার অনুরোধ জানান ওসি।

বলেন,  মাদক ও কিশোর গ্যাং বিষয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার লক্ষণ দেখা মাত্রই অবিভাবকরা পুলিশকে জানাবেন।

আটক ৪৭ কিশোরের বিষয়ে ওসি বলেন,  যাচাই বাছাইয়ের পর তাদের অবিভাবকদের থানায় ঢেকে এনে সর্তক করে দেওয়া হবে।

এদিকে পুলিশের এমন অভিযানের পর চাঁদপুর শহরের কিশোর-যুবাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। চুল কাটিয়ে পরিপাটি হতে নরসুন্দরের দোকানে সকাল থেকেই ভিড় জমাচ্ছে তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *