প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে গ্রেফতারি পরোয়ানা জারি

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রতারণার দায়ে বুলবুল নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে পুলিশ বুলবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। দেলোয়ার হোসেন বুলবুল ওসমানী নগর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।

মাধবপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা এনামূল হক বলেন, মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করে প্রতারক বুলবুল মাধবপুর থানায় গ্রেফতারি পরোয়ারা পাঠায় এবং মর্তুজ আলীর ভাতিজা আল আমিনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

পরে এ ঘটনায় মর্তুজ আলীর ভাতিজা আল আমিন, প্রতারক দেলোয়ার হোসেন বুলবুলের বিরুদ্ধে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রতারণা ও জাল জালিয়াতির মামলা করেন। আদালতের নির্দেশে দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি বুল্লা গ্রামের হেলাল মিয়া পলাতক রয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বুলবুল একজন পেশাদার প্রতারক তার বিরুদ্ধে আরও ভুক্তভোগীর অভিযোগ রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *