তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর শিবনদী বিলে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে। মঙ্গলবার(২৭ আগস্ট) সকালে তানোর শিবনদী বিলে এ পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
এতে করে অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল,জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সহকারী পরিচালক শিরীন শিলা, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী প্রমূখ।