তানোরে নৈশ প্রহরীর বিরুদ্ধে স্কুল ভবনের রড সিমেন্ট চুরি অভিযোগ 

শিক্ষা
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কৃত ভবনের ২৪ বস্তা সিমেন্ট ও রড চুরি করেন ওই স্কুলের নৈশ প্রহরী সুমন কুমার বলে নিশ্চিত হওয়া গেছে । চলতি সপ্তাহে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির পারিশো দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে চুরির ঘটনা টি। চোর নৈশ প্রহরীকে প্রধান শিক্ষকসহ বাকি শিক্ষক মারপিট করে ঘটনা ধামাচাপা দিয়েছেন। আবার অনেকেই বলছেন প্রধান শিক্ষকের মদদে চুরি করেছে নৈশ প্রহরী। কারন সরকারি স্কুল থেকে চুরি হচ্ছে অথচ কর্মকর্তাকে বিষয় টি অবহিত করা হয়নি। ফলে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালের দিকে সরেজমিনে দেখা যায়, পারিশো দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের কাজ করছেন মিস্ত্রি ও শ্রমিকরা। স্কুলের পূর্ব দিকে ক্লাস ও অফিস রুম। পশ্চিমে রয়েছে ক্লাস রুম। উত্তর দিকে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। অফিস রুমের কাছে গিয়ে নৈশ প্রহরীর খোঁজ করা হয়। অফিসের বারান্দায় নৈশ প্রহরী সুমনের সাথে কথা হয়। সে প্রথম দিকে চুরির ঘটনা অস্বীকার করে। পরে সুমন জানায় ২৪ বস্তা সিমেন্ট চুরি করে দোকানে বিক্রির সময় বুঝতে পারে। তখন সিমেন্ট গুলো ফেরত দেয়া হয়। রড ও নাকি চুরি করেছেন জানতে চাইলে তিনি জানান না শুধু সিমেন্ট চুরি করেছিলাম। সুমনের সাথে কথা বলা অবস্থায় শিক্ষকরা রুমেই বসে ছিলেন।
প্রধান শিক্ষক বকুলের কাছে চুরির বিষয়ে জানতে চাইলে সে জানায় কোন চুরি হয়নি। চোর স্বীকার করছে আর আপনি বলছেন হয়নি প্রশ্ন করা হলে সে অফিস রুমে গিয়ে বসে পড়েন, আর কোন কথা বলেন নি।
শ্রমিকরা জানান, রড চুরি করেছে কিনা জানা নেই। তবে ২৪ বস্তা সিমেন্ট চুরি করেছিল। সিসি ক্যামেরায় ধরা পড়ে চোর নৈশ প্রহরী সুমন। তাকে প্রধান শিক্ষক সহ বাকিরা কয়েক দফায় গণ ধোলাই দেয়।
স্থানীয়রা জানান, একজন নৈশ প্রহরী যদি সিমেন্ট চুরি করে তাহলে স্কুলের আসবাব পত্রের গ্যারান্টি কি। আবার চুরির ঘটনা কর্তৃপক্ষকে অবহিত না করে প্রধান শিক্ষকও এক প্রকার অপরাধী। হয় তো বা প্রধান শিক্ষকের ইন্ধন অবশ্যই রয়েছে। কারন  কর্তৃপক্ষ কে না জানিয়ে মারধর করে ধামাচাপা দিয়েছে। সে জড়িত বলেই কর্তৃপক্ষ কে জানান নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবহিত না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি হওয়ার পর কেন প্রধান শিক্ষক জানায় নি সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *