স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার ডুবড়ি দল আজ ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। প্রবল স্রোত ও ভারতীয় সীমান্ত এলাকার ৩ শ গজ এরিয়ার মধ্যে হাওয়াই উদ্ধার অভিযান ব্যাহত হয়। প্রবল স্রোতের কারণে বাংলাদেশে সীমানা অতিক্রম করে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা থাকাই এই অভিযান বেলা ১১ টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান, অভিযানে নেতৃত্বে থাকা রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এ কে এম লতিফুর বারী।
নিখোঁজ চারজনকে আজ দুপুর ২.৩০ মিনিটে এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান, হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর। তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধার দল চলে যাওয়ার পর আমরা এলাকাবাসী নিজেরা অভিযান অব্যাহত রেখেছি।
উল্লেখ্য যে: রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে।