বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বন্যার্তদের জন্য উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা প্রদান

শিক্ষা

বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধিঃ বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বন্যার্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫১ হাজার টাকা জমা দেওয়া হয়,এছাড়াও কয়েক দিন পূর্বে ১ লক্ষ ৭৭ হাজার ৭৯৭ টাকা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান এর নিকট উক্ত অর্থ হস্তান্তর করেন ক্লাবের সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বরকত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল শওকত হুসেন, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল কে এফএ সোহেল (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. শহীদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার এবং ক্লাবের সদস্য শিক্ষার্থীগণ।

উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের সমপরিমাণ বেতন ১ লক্ষ ৭৭ হাজার ৭৯৭ টাকা জমা প্রদান করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *