বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ঘরের জানালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী মাষ্টার পাড়া গ্রামের সিরাজুল ইসলাম সেরুর বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনা জানার পর বাঘা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, এক মাস থেকে মেয়ের চিকিৎসার জন্য ঢাকায় ছিল সিরাজুল ইসলামের পরিবার। তার আড়ানী বাজারে স্টুডিও ব্যবসা আছে। বাড়িতে তালা দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্টানে যান। প্রতিদিনের ন্যায় রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে আসে। ঘরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে সিটকানি দেয়া। পরে দেখেন বাড়ির পূর্বদিকে জালানা ভাঙ্গা। এদিক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারি থেকে নগদ ৮০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ, একটি ল্যাপ্টপ, প্রয়োজনীয় জামাকাপড় চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে রাতেই বাঘা থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ল্যাপটপ ও চুরি যাওয়া প্রয়োজনীয় সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।