মোঃ রওশন আলম,নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২১/০৯/২৪ ইং) বিকেলে ১১ নং কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর চককালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদলের ১১ নং কালিকাপুর ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম ।
মান্দা উপজেলা যুবদল নেতা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
বিশেষ অতিথি ছিলেন ১১ নং কালিকাপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কায়েম উদ্দিন শাহ, বিএনপি নেতা, আলাউদ্দিন, ১০নং নুরুল্লাবাদ ইউপির সাবেক মেম্বার খোরশেদ আলম,১১নং কালিকাপুর ইউপির যুবদলের সভাপতি সুলতান আহাম্মেদ,৭নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলী আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।