বাগাতিপাড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন মাওলানা এ কে মুসলেহ উদ্দিন নোমানী। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার ছেলের বাসা বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকায় বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৬ মেয়ে, ৪১ জন নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গিয়েছেন।
তিনি নরসিংদী জেলার শিবপুরে অবস্থিত বাড়ৈ গাঁও জামিউল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রয়েছে তার।
শিবপুরে জন্মস্থান হলেও তিনি নাটোরে বাড়ি করার সুবাদে সেখানেও তিনি ব্যপক ভাবে সমাদৃত ছিলেন।
২৭ সেপ্টেম্বর বাদ জুমা বাড়ৈ গাঁও জামিউল উলুম আলিম মাদ্রাসা মাঠ, শিবপুর, নরসিংদী, জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মওলানা এ কে মোসলেহ উদ্দিন নোমানীর মৃত্যুতে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান শোক বানী দিয়েছেন। শোক বানীতে নেতৃবৃন্দ বলেন মাওলানা একে মোসলেহ উদ্দিন নোমানী একজন বিজ্ঞ আলেম ছিলেন এবং জামায়াতে ইসলামীর ঢাকা, নরসিংদী এবং নাটোর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি একজন ইসলামের যোগ্য দায়ী ছিলেন।আমৃত্যু তিনি দ্বীন প্রতিষ্ঠার কাজ করে গেছেন। আল্লাহ যেন তার সমস্ত নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।