বিএনপি নেতার মুক্তির দাবিতে পোস্টার সাাঁটাতে বাধা-মারধর

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাবেক এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহ্রিয়ার আলমকে হুকুমের আসামী করে তার পিতা(শাহ্রিয়ার আলম)শামসুদ্দিনসহ ৫৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ বাদি হয়ে বুধবার(০২-১০-২০২৪) বাঘা থানায় মামলাটি দায়ের করেছেন।

রাজশাহীর জেলা বিএনপির আহ্বায়ক,কারাবন্দী আবু সাঈদ চাদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটাতে বাঁধা দিয়ে পিস্তল ঠেকিয়ে দুইজনের কাছ থেকে ৬০ হাজার টাকা, ১জনের কাছ থেকে ১ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়াসহ ৪জনকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে গত বছরের ২২ জুন (২২/০৬/২০২৩ ইং) রাত আনুমানিক ১০ টায় ঘটনার উল্লেখ করে অভিযোগ করা হয়েছে- বাঘা পৌরসভা সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে পোস্টার লাগানোর সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগের ৬০-৭০ জন স্বশস্ত্র ক্যাডাররা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামী সাবেক এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহ্রিয়ার আলমের হুকুমে পোষ্টার সাঁটাতে যাওয়া যুবদল নেতা জাহাঙ্গীর, হালিম ও শিবলুকে ঘিরে ধরে।

এসময় আসামী আনোয়ার হোসেন মিল্টন, বিপ্লব ও মুক্তারসহ অন্যরা তিনজনকে এলোপাথারি মারধর করে এবং জাহাঙ্গীরের বুক পকেটে থাকা ৩০,০০০/- টাকা বের করে নেয় বিপ্লব । আসামী সিহাব জাহাঙ্গীরের গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । আসামী নয়ন সরকার, জাহাঙ্গীরের বুকে পিস্তল ঠেকিয়ে বিএনপি-জামাতকে গালি দিয়ে বলে কোন জায়গায় কোন পোস্টার লাগানো যাবে না। লাগালে গুলি করে মেরে ফেলবো। আসামী সৈকত,হালিমের হাতে থাকা হাতঘড়ি খুলে নেয়।
যা দেখে, বাদি সুরুজ্জামান নিজে জাহাঙ্গীর, শিবলু ও হালিমকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। জাহাঙ্গীর, শিবলু ও হালিম ধস্তাধস্তি ও টানাহেছড়া করে দৌড় দিয়ে প্রাণে বাঁচে।

এসময় সকল আসামীগণ একযোগে তাকে ঘিরে ধরে এলোপাথারি কিল ঘুষি মারে। আসামী আব্দুল কুদ্দুস সরকার মেরে ফেলতে বলে । আসামী আনোয়ার হোসেন মিল্টনের হাতে থাকা পিস্তল বুকে ধরে বাদির প্যান্টের পকেটে থাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বের করে নেয়। আসামী শামসুদ্দিন গায়ের শার্ট, রুবেল ও সাইফুল দুই পায়ে থাকা দুটি জুতা খুলে নেয়।

আসামী শরিফ পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিতে বললে- আসামী নয়ন সরকার ও লাহাব পুলিশকে কল করে ডেকে নিয়ে বাদিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং মামলা দিয়ে জেলে পাঠানোর হুকুম দেয়।

দায়ের করা মামলায় দীর্ঘ ১ মাস ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পান বাদি সুরুজ্জামান। এতে বাদির রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে হেও পতিপন্ন সহ ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকার অর্থনৈতিক ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বাক্কার সিদ্দিক বলেন, চকসিংগা গ্রামের সাবদার আলী ও কলিগ্রামের মিলটন নামের দুইজনকে মামলায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার(০৩-১০-২০২৪)আদালতে সোপর্দ করা হয়েছে। আতগোপনে থাকা আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *