শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর এম. এ মুহিত 

জাতীয়
মো: ইউনুছ আলী, সিরাজগঞ্জ: মঙ্গলবার  (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিরাজগঞ্জ -৬ ( শাহজাদপুর)  সংসদীয় আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত  প্রার্থী ডক্টর এম, এ মুহিত  সকলের  কল্যাণ কামনা করে  বলেন, ‘শারদীয় দুর্গোৎসব ও বিজয়দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
বিএনপি এ নেতা আরো বলেন : ’‘দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এ উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনও ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।’
‘সনাতন ধর্মাবলম্বীরা তাদের  ধর্মীয় উৎসব সুষ্ঠভাবে পালন করতে পারে এবং কোন কুচক্রী মহল বাধাগ্রস্ত করতে না পারে সে দিগে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন এম, এ মুহিত ।
তিনি আশাব্যাক্ত করেন  ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায়  একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে উঠবে নিরাপদ শাহজাদপুর।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *