বাগাতিপাড়া প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “স্যাপার্স অ্যাঞ্জেলিক মিলেনিয়াম স্কুল” এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে স্যাপার্স কনভেনশন হলে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, স্যাপার্স অ্যাঞ্জেলিক মিলেনিয়াম স্কুলের প্রিন্সিপাল এবং কাদিরাবাদ সেনানিবাস এর ক্যাপ্টেন আনিকা নাওয়ার এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- স্কুলটির সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গ্রুপ ডান্স এবং দুইটি সমবেত গান। এছাড়া নার্সারি শিক্ষার্থীদের গ্রুপ ডান্স, কেজি শিক্ষার্থীদের দুটি গ্রুপ ডান্স, পিয়ানর সাথে একক ধীর সঙ্গীত, নাটিকা, একক কবিতা, একক গান সহ বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের একক ও যৌথ নাচ ও গান।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্যাপার্স অ্যাঞ্জেলিক মিলেনিয়াম স্কুলের চেয়ারম্যান কর্নেল মোঃ সোহেল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন, সেক্রেটারি মেজর সেলিনা নাসরিন।