মোঃ রওশন আলম মান্দা নওগাঁ: নওগাঁর মান্দায় নিখোঁজের ৬দিন পর শারিকুল ইসলাম (১৪) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ শিশু উপজেলার ভারশোঁ ইউপির কালিসফা গ্রামের সুলতান রহমানের ছেলে।
০৯ নভেম্বর (শনিবার) রাত আড়াই টার দিকে রাজশাহী শহরের সাহেব বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, শিশুটি নিখোঁজের পর তার পরিবার থানায় একটি সাধারণ ডায়রি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মুনসুর রহমানের নির্দেশনায় দ্বায়িত্ব প্রাপ্ত উপপরিদর্শক এস আই মোঃ শামীম উদ্ধার তৎপরতা শুরু করেন, এক পর্যায়ে নিখোঁজ শিশুকে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।