প্রেস বিজ্ঞপ্তি: পরিচ্ছন্ন সবুজ নগরী রাজশাহী। এ নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম সর্বত্র। সারাদেশে এ নগরী ব্র্যান্ডিং পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ, জন্মনিবন্ধন, ইপিআই স্বাস্থ্যসেবা সহ সকল ক্ষেত্রে আমাদের অর্জিত সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। রোববার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২য় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভাপতির বক্তব্যে একথা বলেন। নগরবাসীর সেবা কার্যক্রম পরিচছন্নতা, মশক নিয়ন্ত্রণ, ড্রেন স্লাব চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে বায়া খাল পুনরুদ্ধার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরীর দুয়ারী খালসহ অন্যান্য খাল পুনরুদ্ধার কাজ শুরু করা হবে। এর ফলে নগরীর জলবদ্ধতা আর থাকবে না। একই সাথে খাল সংশ্লিষ্ট পার্শ্ব রাস্তায় ওয়াকওয়ে, পার্ক ও বেঞ্চ সংযোজন করা হবে। সভায় বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, যানজট নিরসনে নির্দিষ্ট সময়ে দুই কালার অটোরিক্সা চলাচল, নওদাপাড়া বাস টার্মিনাল চালু, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ, নওদাপাড়া বাজার, শালবাগান বাজার নির্মাণ, বিভিন্ন বাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসন, শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে শিশুদের বিনোদনে রাইডস সংযোজন, ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাস্তা ও ফুটপাত দখল মুক্তকরণসহ অবৈধ ব্যানার, বিলবোর্ড অপসারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় ১ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচালনার জন্য গঠিত কমিটির সদস্যদের দায়িত্ব, ওয়ার্ড বন্টন, বিভিন্ন স্থায়ী কমিটি গঠণের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়াও ওয়ার্ড কার্যালয় পরিচালনা ব্যয় অনুমোদন করা হয়। ওয়ার্ড কার্যালয়সমূহ সুসজ্জিতকরণে প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়, এছাড়াও অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির বিভিন্ন প্রস্তাব আলোচনা ও অনুমোদন করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গনপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ জাফরুল হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌ: অধিদপ্তর তত্ত্বাঃ প্রকৌ মোঃ বাদশা মিয়া, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, রাজশাহী, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন, বিটিসিএল রাজশাহীর জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মালেক, রাজশাহী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌ মোঃ আব্দুর রশিদ, এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহীর উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান।
রাসিকের দায়িত্বপ্রাপ্ত সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের সঞ্চালনায় সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, , তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপসচিব তৈমুর হোসেন, সহসচিব শমসের আলী, এস্টেট কর্মকর্তা মতিউর রহমান, জন্মমৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ ও রাসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।