স্বদেশ বাণী ডেস্ক: ঋষি খাতে অনন্য অবদান রেখে চলেছে যেসব প্রতিষ্ঠান তার মধ্যে অন্যতম কনফিডেন্স এন্ড এগ্রো। পণ্যের গুণগত মানের কারণে মৎস্য চাষীদের আস্তা অর্জন করেছে কনফিডেন্স ফিড।
রাজশাহীর বিসিকে অবস্থিত মেসার্স খালেক এন্টারপ্রাইজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইবনাত ফিড মিলস্ এ উৎপাদিত মাছের খাদ্য উন্নত এবং গুণগত সমৃদ্ধ হাওয়াই মাছ চাষিরা ব্যাপক তাদের পছন্দের তালিকায় শুরুতেই রাখছেন কনফিডেন্স ফিডকে। বলা যায় মৎস্য চাষীদের আস্থা অর্জন করেছে কনফিডেন্স ফিড।
চাষীদের সাথে কথা বলে জানা গেছে, কনফিডেন্স ফিড ব্যাবহারে মাছ দ্রুত বড় হয় এতে ফলন ভালো হয়। এছাড়াও এই ফিডস্ ব্যাবহারের ফলে বিভিন্ন রোগ বালাই থেকে মাছ রক্ষা পাই।