তানোরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা 

শিক্ষা
তানোর প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ও মানসম্মত শিক্ষা বিস্তারে রাজশাহীর তানোরে প্রধান শিক্ষক গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে তানোর পৌরসভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভা স্কুলের প্রধান  শিক্ষক রবিউল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী। সহকারী ক্রীড়া শিক্ষক আব্দুল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কৃষকদলের সাবেক সদস্য সচিব এমএ মালেক মন্ডল, মোহর স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী,  চুনিয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, মালশিরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকান্দার আলী, ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, চুনিয়াপাড়া স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম, পৌরসভা কৃষক দলের সাবেক আহবায়ক আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন গত ৯ নভেম্বর শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক সমিতিকে বিভক্ত করতেই এমন কমিটি করা হয়। তবে আমরা চাই শিক্ষক সমিতি এক কাতারে থাকবে। কোন ভেদাভেদ চাই না। এজন্য সাত সদস্য বিশিষ্ট ওর্য়ার্কার কমিটি করা হয়েছে। একমিটি যদি সমিতিকে ঐক্যবদ্ধ করতে না পারে তাহলে বিভক্ত থেকেই যাবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এদিক বিবেচনা করে কোন ভেদাভেদ থাকা সঠিক হবে না।
এসময় উপজেলার বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *