রাজশাহীতে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ 

রাজশাহী

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৭ নভেম্বর ২০২৪ রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে ভোর ৫ টা ১০ মিনিটে তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১), ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন তিনজন ব্যক্তি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাহাব্দিপুর গ্রামস্থ রুপা ইট ভাটা (গঅই) এর উত্তরপার্শ্বের ফাঁকা জায়গা হয়ে রাজশাহী হতে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ডিবি’র ইনচার্জ-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৫:০০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একই তারিখ ভোর ০৫:১০ টায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মাসুম, ২। মো: হোসেন আলী ও ৩। মো: কামালকে আটক করে জিজ্ঞাসাবাদান্তে তাদের দেখানো মতে ট্রাকের সামনের কেবিন-এর ভিতর সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুই বস্তায় মোট ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাদেরকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযানকালে অভিযুক্তদের হেফাজত হতে অবৈধ মাদক বহনকারী একটি পুরাতন হলুদ ও নীল রঙের অশোক লেল্যান্ড ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬১৯ বিধি মোতাবেক জব্দ করা হয়।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *