জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা

খেলাধুলা লীড

স্বদেশ বাণী ডেস্ক: এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা। এই ম্যাচেও চেনা ছন্দের দেখা না গেলেও পেরুর বিপক্ষে স্বস্তির হাসি হেসেছে আলবিসেলেস্তারা। যদিও লাউতারো মার্টিনেজের করা একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

রাজধানী বুয়েনস এইরেসে বুধবার ভোরে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। মেসি-মার্তিনেজের রসায়নে আসে একমাত্র গোলটি।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিলে লিওনেল স্কালোনি। দলের গুরুত্বপূর্ণ পাঁচ খেলোয়াড় চোটপ পড়ায় বেশ চাপে ছিল । শেষ পর্যন্ত জোড়াতালি দিয়ে দল পূর্ণ করে মাঠে নামলেও তার প্রভাব ছিল স্পষ্ট।

আর্জেন্টিনার খেলায় এদিন খুব বেশি মুগ্ধ হওয়ার উপায় ছিল না। আক্রমণে মাঝে মধ্যে ভীতি ছড়িয়েছে ঠিকই। তবে প্রতিপক্ষ পেরুর গোলমুখে চ্যালেঞ্জ জানাতে পারেনি তেমন করে। প্রথমার্ধে ছিল একেবারেই ম্যারমেরে।

বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোলের জন্য মাত্র ছয়টি শট নিতে পারে, তার মাঝে কেবল একটিই লক্ষ্যে ছিল। বিপরীতে পেরু প্রথমার্ধে পাল্টা কোনো আক্রমণই শাণাতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ এক গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ।ম্যাচের ৫৫তম মিনিটে ডি- বক্সের বাঁ-দিক থেকে মেসির ক্রসে গোল করে দলকে লিড এনে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

এর পরেও অবশ্য একের পর এক আক্রমণ করে গেছে আর্জেন্টিনা। তবে গোলের দেখা পায়নি, আসেনি সাফল্য। বিপরীতে চাপের মুখে ভালো কোনো আক্রমণই শানাতে পারেনি পেরু। এলোমেলো শট নিলেও তাত কোনোটাই লক্ষ্যে ছিল না।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আগে থেকেই রয়েছে আর্জেন্টিনা। এই জয়ের পর তা হয়েছে আরো সমৃদ্ধ। ১২ ম্যাচে ৮ জয়ের ফলে আর্জেন্টিনার পয়েন্ট ২৫।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *