আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

রেকর্ড গড়তে আয়ারল্যান্ডকেই বেছে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড আজ মিরপুরে গড়লেন বাংলাদেশের মেয়েরা। জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ জয়ের রেকর্ডেও ছাড়িয়ে গেল নিজেদের। ওয়ানডেতে এই নিয়ে দুইবার প্রতিপক্ষকে ১০০ বা তার বেশি রানে হারিয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানে হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন শারমিন আকতার সুপ্তা। ৮৯ বলের ইনিংসে মেরেছেন ১৪ চার। ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সুপ্তা। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত চার ফিফটি করলেও নেই কোনো সেঞ্চুরি। আয়ারল্যান্ডের ফ্রেয়া সার্জেন্ট নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন লরা ডেলানি ও অ্যামি ম্যাগুয়ার।

দেড় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ বছরের ১২ অক্টোবর সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। দু্বাইয়ে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছিলেন জ্যোতিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশ জয় দিয়ে শুরু করলেও হেরেছিল টানা তিন ম্যাচ। এছাড়াও ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা আজ খেলেছেন ৮ মাস পর। এই সংস্করণে বাংলাদেশ জয় পেয়েছে টানা ৫ ম্যাচ হারের পর।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *