মোঃ রওশন আলম মান্দা নওগাঁ: নওগাঁর মান্দায় বার্ধক্যজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে জসিম উদ্দীন নামে এক প্রবীণ সাংবাদিক মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া, ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) রাত ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
সাংবাদিক জসিম উদ্দীন (৬৩) মান্দা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জীবদ্দশায় তিনি নওগাঁর মান্দা উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক ছিলেন। গতবছর তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। এর পাশাপাশি তিনি দীর্ঘঘদিন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। একসময় তিনি যায়যায়দিন পত্রিকায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক সমাচারসহ একাধিক পত্রিকায় সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার বশিরহাট এলাকায় জন্ম হলেও চাকুরীর সুবাদে আশির দশক থেকে অদ্যবধি তিনি স্ব-পরিবারে তার কর্মস্থল মান্দার প্রসাদপুরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী, নিকটতম আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।