জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে ১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন 

খেলাধুলা রাজশাহী

স্টাফ রিপোর্টার:  জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টে”র জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। আজ ১৩ ডিসেম্বর সন্ধ্যায় তেরখাদিয়া স্টেডিয়ামের দক্ষিণ সাইডে টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি এমাজ উদ্দীন মন্ডল। তিনি ট্রফি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথি এমাজ উদ্দীন মন্ডল বলেন, স্বৈরাশাসক দেশ থেকে পালিয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে, তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে ছাত্রজনতা যুবসমাজ ও সর্বসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এ জন্য খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি জুলাই বিপ্লবে শহীদের স্মরণে আয়োজিত ১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের কমিটিকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারির ও সাবেক ছাত্রনেতা আসরাফ আলম ইমন, ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি সিফাত আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক সজীব, রাজশাহী কলেজ শাখার সমন্বয়ক ও রাজশাহী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাসুম, রাজশাহী মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দীন আহমেদ, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম। আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে। এতে ৮ টি দল অংশগ্রহণ করবে। তাই দলগুলোর মাঝে নির্ধারিত জার্সি বিতরণ করা হয়।

এর আগে বিকেলে সকল দলের খেলোয়াড় ও যুবসমাজের বিপুল সংখ্যক সদস্য নিয়ে পিকাপ গাড়ীতে করে পুরো ওয়ার্ড ঘুরে আনন্দর্যালী করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *