মান্দায় অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী

মোঃ রওশন আলম (মান্দা) নওগাঁ: নওগাঁর মান্দায় ভূমি দখলের সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগে আওয়ামী লীগের দোসর কর্তৃক পালিত মানববন্ধন কর্মসূচির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কোঁচড়া বাদলঘাটা স্কুল বাজারে স্থানীয় কৃষক ও ভূমিহীনদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওবাইদুল হক,এনামুল হক, আব্দুল কাদের, লিয়াকত আলী, হেলাল উদ্দিন হিল্লোল, রমজান আলী, মোছাঃ তানিয়া, মেসের আলী, জিয়ার আলী, আফরোজা খাতুন, মইদুল ইসলাম, নূর মোহাম্মদ, নাসির উদ্দিন,খোরশেদ আলম, সেলিম রেজা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,গত ৮ জানুয়ারি উপজেলার দুর্গাপুর রাজেন্দ্র বাটি কোচড়া বাদলঘাটা ও পরানপুর সহ আরও কিছু এলাকার সরকারি খাস জমি এবং ডিসিআর প্রাপ্ত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলের সহযোগিতা করার অভিযোগ এনে ডাঃ একরামুল বারী টিপু ও এনামুল হকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধন কর্মসূচি করে রাজনৈতিক ফায়দা হাসিল ও সম্মানহানি করার যে চেষ্টা করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *