বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯-০১-২৫) উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে উদ্বোধনীর মধ্য দিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে- নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, অতিথি প্রশিক্ষক, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ পাকুড়িয়া ইউনিয়নের দলনেতা নাঈম হোসেন ও দলনেত্রী শাকিলা খাতুন। অনুষ্ঠিত প্রশিক্ষণে পাকুড়িয়া ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *