বগুড়ায় থানা থেকে লুট হওয়া দু’টি অস্ত্র ডোবা থেকে উদ্ধার

রাজশাহী লীড

বগুড়া সংবাদদাতা: ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দু’টি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দু’টির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দু’টি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দু’টির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।

সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এসময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিতায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি ১৫টি অস্ত্রের মধ্যে আরও দু’টি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *