রাজশাহী বন বিভাগে হস্তান্তর তিন তক্ষক

রাজশাহী লীড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ধূলাউড়ি গ্রাম থেকে আটক ৩টি তক্ষক রাজশাহী বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফজি লালন উদ্দিন এবং উপজেলা বন কর্মকর্তা ফরেস্টার আবদুল কুদ্দুসের কাছে তক্ষকগুলো হস্তান্তর করেন চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

এর আগে গত সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামের কোবাদ মুসল্লির ছেলে সৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি কাঠের বাক্সে রক্ষিত অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করে পুলিশ।

এ সময় বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত সৈয়ব।

স্থানীয়রা জানায়, সৈয়ব আলী দীর্ঘদিন ধরে সিলেট ও চট্টগ্রাম থেকে গোপনে তক্ষক এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করতো।

ওসি সেখ নাসীর উদ্দিন যুগান্তরকে জানান, তক্ষকগুলো উদ্ধারের পর শুক্রবার বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়ব আলীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে থানায় প্রসিকিউশন মামলা দায়ের করা করা হয়েছে। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *