স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজশাহী চাঁপাই মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে । আহত হয়েছে চার জন।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৩ জন মারা যায়।
এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান ভোরের দিকে অ্যাম্বুলেন্সে করে হার্টের রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলো পথে রাজাবাড়ী চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলেই তিনজন নিহত হয় । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।