শাজাহানপুরে বৃদ্ধকে মারপিটের অভিযোগ

রাজশাহী

বগুড়া সংবাদদাতা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়া শাজাহানপুরে বৃদ্ধকে মারপিটের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়, হায়দার আলী (৭০), পিতা-মৃত হাফেজ উদ্দিন, সাং-বামুনিয়া তালপুকুর, ইউনিয়ন-আড়িয়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া এই মর্মে থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ রফিক (৩২), ২। মোঃ আনোয়ার (২৮), ৩। মোঃ হোসেন (১৯),সকলের পিতা-মোঃ আব্দুল মান্নান, ৪। মোঃ বিপ্লব (৩০), পিতা-মৃত আঃ জব্বার আলী, ৫। মোঃ আহাদ (৩৪), পিতা-মৃত আহম্মদ ফকির, ৬। মোঃ শাকিব (১৯), পিতা-বুলু মিয়া, সর্ব সাং-বামুনিয়া তালপুকুর, ইউনিয়ন-আড়িয়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া গণসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীগণ আমার পাড়া প্রতিবেশি। আমার ঘরের পিছনে ১টি ডাব গাছ আছে। যাহাতে প্রায় ২০/২২ টি ডাব ছিল। ইং ০৮/০৩/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৩.০০ ঘটিকার সময় ২, ৩, ৪ ও ৬ নং বিবাদীগণ আমার বাড়ীর পিছনের ডাব গাছ থেকে ২০/২২ টি ডাব চুরি করিয়া নিয়ে যায়। পরে বিষয়টি নিম্নে বর্নিত সাক্ষী ও লোক মারফত জানিতে পরি। পরবর্তীতে ইং ১১/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমি, আমার নাতি মোঃ মিজবা (১৫), আমার ছেলে মোঃ ওমর ফারুক (৩৯) ও আমার ভাতিজা মোঃ হৃদয় ইসলাম কাফি (১৫) শাজাহানপুর থানাধীন বামুনিয়া তালপুকুর গ্রামস্থ ১নং সাক্ষীর দোকানের সামনে উপরোক্ত বিবাদীগণসহ অজ্ঞাতনামা বিবাদীগণদের দেখিতে পারিয়া তাদেরকে আমার নারিকেল গাছ থেকে ডাব পারার কারণ জিজ্ঞাসা করিলে সকল বিবাদীগণ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমরা বিবাদীগণদের গালিগালাজ করিতে নিষেধ করিলে উক্ত বিবাদীগণ আমার শরীরের বিভিন্নস্থানে এলোপাথারী কিল, ঘুসি মারিয়া ছিলা ফোলা ও জখম করে। তখন আমাকে বাঁচানোর জন্য আমার নাতি, আমার ছেলে ও আমার ভাতিজা আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ তাদেরকেও শরীরের বিভিন্নস্থানে স্থানে এলোপাথারী মারধর করিয়া গুরুত্বর ছিলা ফোলা ও জখম করে।

মারধরের একপর্যায়ে উক্ত বিবাদীগণ আমার নিকটে থাকা একটি বাটন ফোন, যাহার মূল্য অনুমান ২,৪০০/- টাকা এবং আমার ছেলের পকেটে থাকা এন্ড্রোয়েট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৮,০০০/- টাকা ও নগদ ৫,৬০০/- টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। তখন আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ আমাদেরকে বলে যে, তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোদেরকে মেরে লাশ গুম করিয়া ফেলিব বলিয়া প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *