বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

রাজশাহী লীড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘঠনা ঘটেছে। রোববার(১৬-০-৩-২০২৫) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনয়নের বিনোদপুর বাজারে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর ’২৫ উপলক্ষে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) প্রদানের জন্য ইউনিয়নে ভিজিএফের ১ হাজার ৪৮২টি কার্ড বরাদ্দ এসেছে। বিএনপির এক গ্রুপ এসব কার্ড নিজেরাই বন্টন করতে চায়। বিতরণের আগেই ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল পক্ষের মধ্যে বিরোধ বাধে। হেলাল উদ্দীন রিয়াল জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের সমর্থক আর শরিফুল ইসলাম রাহুল জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক।

জাতীয়তাবাদি সংগ্রামী দলের রাজশাহীর জেলার কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু জানান, পরে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে কেউ আহত হয়নি। তিনি জানান, হেলাল উদ্দীন রিয়াল তার আয়ত্বে রেখে কার্ড বিররণ করতে চায়। এতে আপত্তি তুলে শরিফুল ইসলাম রাহুল।

হেলাল উদ্দীন রিয়াল জানান, এটা নিয়ে হয়তো অসন্তোষ ছিল। তাঁদের সাথে বসার আগেই অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *