বাঘায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ভ্যান চালকের, হাসপাতালে লাশ রেখে সমঝোতার চেষ্টা

রাজশাহী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী বাঘায় যাত্রীবাহী দুলদুল এন্টারপ্রাইজ (কুমিল্লা -জ-০৪-০০৯৪) বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন(৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। সে হাবাসপুর গ্ৰামের মৃত নওয়াব আলীর ছেলে। শুক্রবার (০৪-০৪-২০২৫)রাত সাড়ে ৬টায় উপজেলার সাজির বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাজদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়।

এদিকে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই সমঝোতার চেষ্টা চলছিল বলে জানা গেছে। রাত সোয়া ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হুমায়রা জেরিন নিপুণ জানান,রাত ৭টায় জরুরি বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে উঠানোর সময় মারা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি আত্নীয় আহাদ আলী জানান, রাজশাহী থেকে বাঘা গামী বাসের মুখোমুখি সংঘর্ষে মাজদার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায়। ঘটনা পর চালক পালিয়ে যায়। চালকের নাম আলমগীর হোসেন বলে নিশ্চিত করেছেন বাস মালিক সিরাজ উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার কথা জানানো হলেও নিহতের ছেলে রাব্বি হোসেন জানান, মালিক পক্ষ থেকে সমাঝোতার কথা বলছেন। হয়তো সমাঝোতা হতে পারে। তবে অর্থের বিনিময়ে কি-না,সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি কোন পক্ষই।

বাঘা থানার এসআই রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এসে থানায় স্বাক্ষী নেওয়ার কারণে হাসপাতালে লাশের কাছে যেতে বিলম্ব হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *