বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বুধবার(০৯-০৭-২০২৫)সকালে নিজ বাড়িতে প্রতিপক্ষের ছোরার আঘাতে শরিফ উদ্দীন(২৭) নামে একজন গুরুতর আহত হয়েছে। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শরিফ উদ্দীন উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শরিফের দাবি আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে সন্দেহে কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করেছে।
শরিফ উদ্দীন বুধবার বিকেলে মুঠোফোনে জানান, বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তবর্তী চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাসিন্দা তজলু উদ্দীন (সাবেক মেম্বর) এর ছেলে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। কে বা কারা সেগুলো ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে তাকে সন্দেহ করে সাবেক মেম্বর তজলু উদ্দীনের নের্তৃত্বে তার ছেলে মালেক,ভাতিজা খালিদ ও আমিরুলসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করে। খালিদ এর ধারালো ছোরার আঘাতে বাম পায়ের হাটুর নীচে লেগে গুরুতর জখম হন বলে দাবি তার। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক মেম্বর তজলু উদ্দীন বলেন, ছিনিয়ে নেওয়া ফেনসিডিল তার নিজের নয়। ঘটনার আগেরদিন জৈনক এক ব্যক্তির কয়েক বোতল ফেনসিডিল ছিনতাই হয়ে যায়। তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তার ছেলেকে গালিগালাজ করে। তাকে নিষেধ করলে উল্টো আমার সঙ্গে অদাচরন করে। এ সময় উভয়ের উত্তেজনার মূহুর্তে সে আহত হয়েছে। তবে কেউ তাকে কুপিয়ে জখম করেনি।
বক্তব্য নেওয়ার জন্য সর্বশেষ সন্ধ্যা ৭টা ৫৩মিনিটে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) এর সরকারি মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।