রাজশাহী সীমান্তে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী সীমান্তে টহল পরিচালনা করে ১টি ভারতীয় পিস্তল, ১টি ম্যাগাজিনসহ পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।

আজ শনিবার সকাল ৭টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৮/৪-এস বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বাথানবাড়ী এলাকা থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিল জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন ও শাহাপুর বিওপি’র মোট ১১ সদস্যের একটি বিশেষ টহলদল।

বিষয়টি নিশ্চিত করেছেন ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, রাজশাহীর উপকণ্ঠ কাটাখালী থানাধীন শাহাপুর বিওপি’র সীমান্ত পিলার ৬৮/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বাথানবাড়ী এলাকা থেকে ১টি ভারতীয় পিস্তল, ১টি ম্যাগাজিনসহ পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার ১০ টাকা।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কোন অস্ত্র চোরাকারারীদের কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল বলেও জানান ওই কর্মকর্তা।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *