রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। দুপুরে নগর ভবন মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, মহানগরীর পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ইতোমধ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা র‌্যালী, ডাস্টবিন বিতরণ, নগরীর প্রতিটি মসজিদে বার্তা প্রেরণসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সাহেব বাজার জিরো পয়েন্ট, লক্ষ্মীপুর, সিরোইল বাস টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ঝকঝকে তকতকে নগরী গড়ে তুলতে এ কাজে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, নগরীর সকল ব্যানার, ফেস্টুন অপসারণ, রাস্তার ধারে নির্মাণ সামগ্রী অপসারণ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন মেয়র। সভায় ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদের কার্য বণ্টন ও নতুন সেকেন্ডারী পয়েন্ট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

রাসিকের প্যানেল মেয়র-১, ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মোঃ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি সদস্য ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ০২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুস সোবহান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম তজু, ০৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ০২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ আয়েশা খাতুন, ০৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিরিন আরা খাতুন, ০৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাদিরা বেগম, ০৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ লাইলী বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ও পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *