বাঘা প্রতিনিধি :
“রাষ্ট্রীয় আইন মেনে চলি,অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি” প্রতিপাদ্য এ বিষয় নিয়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিকতা বিষয়ক (কর্মশালা) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯-১১-১৮) দিনব্যাপী উপজেলা পর্যায়ে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর আয়োজন করে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় পাল। ভিডিও চিত্র প্রদর্শন সহ অটিজম বিষয় নিয়ে ওরিয়েনন্টেশন প্রেজেন্টেশান এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন (এইচ.এস.টি.টি.আই) রাজশাহীর উপ-পরিচালক মোঃ ওয়াহেদুল কবির মুহাদী ।
আলোচনায় বক্তারা বলেন, অটিজম বংশগত কোন রোগ নয়। এটা ¯œায়ু জনিত রোগ। যা ফিজিও থেরাপির মাধ্যমে চিকিৎসায় ভালো হওয়া সম্ভব। শুধু প্রয়োজন প্রত্যেক অভিভাবকদের সচেতনতা। দেড়-দুই বছরের মধ্যে কোন শিশু পুরো শব্দ উচ্চারন করতে না পারলে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অটিজম শিশুর লক্ষন- চিহৃ সহ বিস্তারিত আলোচনায় স্কুলে পাঠানোর পরামর্শ দেন বক্তারা।
উপস্থিত ছিলেন, অটিজম রোগী ও তাদের অবিভাবক, সরকারী কর্মকর্তা, স্কুল ও কলেজ শিক্ষক, মসজিদের ইমাম , সুধীজন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।