প্রেস বিজ্ঞপ্তি:
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুদানের ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। মঙ্গলবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন।
২০১৭-১৮ অর্থবছরে রাজশাহী মহানগরী ছাড়াও জেলার ৯ উপজেলার ৩৫টি প্রতিষ্ঠানে ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মঙ্গলবার ১৫টি প্রতিষ্ঠানে প্রথম কিস্তি এবং ২০টি প্রতিষ্ঠানে দ্বিতীয় কিস্তির ১ লাখ টাকার করে চেক বিতরণ করা হয়। বরাদ্দপ্রাপ্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিরা চেক গ্রহণ করেন।
চেক বিতরণের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, উপসহকারী প্রকৌশলী এনএএম সুলতানুল ইসলাম, সুজাউল ইসলাম, হিসাবরক্ষক খন্দকার আফজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।