বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে জরিমানা

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে চার দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানাযায়, সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের নাটোরের একটি মোবাইল টিম উপজেলার দয়ারামপুর বাজারে ওজনে কম দেয়ায় বসন্তলতা’র পরিচালক শ্রী গনেস শাহাকে পাঁচ হাজার টাকা, মেয়াদ উউত্তীর্ণ খাবার রাখায় চম্পাকলি ফুট ভিলেজ এর পরিচালক বাদল শাহাকে দুই হাজার টাকা।

মুল্য তালিকা না টানানোর দায়ে কাঁচা মালের আড়ৎ মেসার্স ফাতেমা-ঊর্মিলা ভান্ডার এর পরিচালক রুপচাঁদ ও মাবুল হোসেন কে ৫ হাজার টাকা, মা-লক্ষি মুদি দোকানের পরিচালক বিজন কুমার কুন্ডু কে দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযানে মোট১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব ববাংলাদেশ ক্যাব এর নাটোর জেলা কমিটির সেক্রেটারি রইস উদ্দিন সরকার, বাগাতিপাড়া উপজেলা কমিটির প্রচার সম্পাদক ফজলুর রহমান ও বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *