সরকারকে নির্দেশ: ইসি ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সভা নয়

জাতীয় বিশেষ সংবাদ লীড

নির্বাচন কমিশন ছাড়া কোনো মন্ত্রণালয় যাতে রিটার্নিং কর্মকর্তাদের ডেকে নিয়ে সভা না করে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নির্দেশনা পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং করা হয়েছে-বিএনপির এমন অভিযোগের মধ্যে এ সিদ্ধান্ত নিল নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

মঙ্গলবার সকালে বিএনপির পক্ষ থেকে এক চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত ১৩ নভেম্বর রিটার্নিং কর্মকর্তাদের ঢাকায় ডেকে আনে কমিশন।

ওই দিনই রিটার্নিং কর্মকর্তারা ফিরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের ডেকে নিয়ে ব্রিফিং করা হয়, যা গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ওই চিঠি দেয়ার পরই এমন নির্দেশনা এল ইসির পক্ষ থেকে।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আজ (মঙ্গলবার) কমিশন একটি নির্দেশনা দিয়েছে। সব বিষয় মিলে সরকারকে একটা পত্র দেব। সিদ্ধান্ত হয়েছে- ভবিষ্যতে যাতে পত্রপত্রিকায় বা (যেসব) অভিযোগ আসছে তা যেন আর না করা হয়।

তফসিল ঘোষণার পর থেকে প্রশাসন ইসির অধীনে থাকায় মন্ত্রিপরিষদ বিভাগকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়ার কথা জানান তিনি।

সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তা যেহেতু ইসির অধীন; সুতরাং তাদেরকে যাতে অন্য কোনোভাবে ডেকে সভা না করা হয়-এগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কনসার্ন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়ে দেব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *