বাঘা প্রতিনিধি:
“সমবায় ভিক্তিক সমাজজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” প্রতিপাদ্য এ বিষয় নিয়ে বাঘায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ, র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় দপ্তর রোববার (২৫-১১-১৭) সকালে এর আয়োজন করে।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ভঅরপ্রাপ্ত কৃষি অফিসার শামীম ইসলাম,পল্লী উন্নয়ন অফিসার এমরান আলী, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার আব্দুল মকিম। উপস্থিত ছিলেন উপজেলার দপ্তর প্রধান ও সমবায়ীরা।