বর্তমানে সুসানে গীতি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন।
সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আসাদুল্লাহ মো. হোসেন সাদ একজন সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে দেশের প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।