দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তার কাজে সরকারের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি। দুদক স্বাধীনভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের বিরুদ্ধেই অভিযোগ আছে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, সকালে (বৃহস্পতিবার) রাশেদ খান মেনন আমাকে ফোন দিয়েছিলেন।

তিনি বলেছেন তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। পুরো বক্তব্য এলে এ বিভ্রান্তি থাকতো না। ১৪ দলের মিটিংয়ে এ বিষয়ে তিনি ব্যাখ্যা দেবেন। দেখি কি বলেন। সূত্র: বাংলা ট্রিবিউন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *