প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী সিটি কর্পোরেশনের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। বিকেলে নগরভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্কের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পশুপাখির পরিচর্যায় প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, ড্রেন সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, দশর্নার্থীদের আকৃস্ট করতে নতুন পশু পাখি সংগ্রহ, নভোথিয়েটারের উত্তোলনকৃত মাটি পার্কের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন কাজে ব্যবহার, পার্কের পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ ও অধিক হারে বৃক্ষরোপণ, ফেরিজ হুইলসহ অন্যান্য রাইডারগুলো সংস্কার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, রাসিকের সচিব ও কমিটির সদস্য-সচিব মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।