বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফ আলীর মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কলেজের আয়োজনে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ সামসুদ্দিন। প্রভাষক মুরাদ আলীর পরিচালনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, আড়ানী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, অধ্যাপক ড. আবদুল বারী, মরহুমের ছেলে ডাঃ আবু রায়হান আল বেরুনী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আড়ানী কেন্ত্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা মাহাবুবুর রহমান।
উল্লেখ্য অধ্যক্ষ আশরাফ আলী গত ২৩ নভেম্বর হটাৎ হাডস্টোকে অসুস্থ হয়ে মৃত্যু হয়।