স্টাফ রিপোর্টার
রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৯শে নভেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর তেরখাদিয়া মোড়ে অবস্থিত নব নির্মিত আধুনিক কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র ১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ পিন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিকের সংরক্ষিত জোন-৫ এর কাউন্সিলর শামসুন্নাহারসহ ১৪নং ওয়ার্ডের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য ওয়ার্ডবাসী।
মেয়র লিটন বাদ মাগরিব ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১৪নং কাউন্সিলর কার্যালয়ের শুভ সূচনা করেন।